ইসলামী ছাত্রসেনা সুনামগঞ্জ জেলা শাখার সদস্য মোঃ রেজাউল করীমের উপর সন্ত্রাসী হামলা ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে তাহিরপুর উপজেলার লাউড়েরগড় বাজারে পুরানলাউড় শানে মুস্তফা (সা:) ইসলামী কিশোর সংঘের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এ্যাড. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও মুফতি শমশের আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাগবেড় মডেল মাদরাসার সুপার মাওলানা ছাইদুল ইসলাম, মাওলানা আইনুল ইসলাম, মাওলানা আব্দুন নুর, মাওলানা আব্দুল মতিন, মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা ছিদ্দিকুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা রেজাউল করিমের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।