বদরুল ইসলাম চৌধুরী হাসান:
সুনামগঞ্জ সদর উপজেলার ইসলামগঞ্জ ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার দুপুরে কলেজ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
কলেজের গর্ভনিং বডি সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী শাহ মো. ফয়জুন্নুর আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরারং ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, হাজী মোক্তার আলী, মাওলানা আব্দুল ওয়াহাব, আবু সুফিয়ান চৌধুরী, অ্যাডভোকেট সুজা আল ফারুক।কলেজের সহকারী অধ্যাপক ফজলুল করিম সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. নুরুজ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক গোল আহমদ, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, অ্যাডভোকেট হাবিবুর রহমান, স্কুল শিক্ষক চয়ন কুমার তালুকদার, এইচএসসি পরীক্ষার্থী মো. জুনায়েদ মিয়া। এর আগে কলেজের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।