স্টাফ রিপোর্টার:
ইউএসএআইডি’র এসো শিখি প্রকল্প এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সুনামগঞ্জে দিন ব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার পিটিআই সম্মেলন কক্ষে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। ইউএসএআইডি—এর এসো শিখি প্রকল্প (এসো শিখি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে, জেলা পর্যায়ের বিভিন্ন অংশীজনের নিকট প্রকল্পের কর্মসূচি সম্পর্কে তুলে ধরা এবং এগুলো বাস্তবায়নে তাদের মতামত ও পরামশ র্গ্রহণ করা। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকতার্ মাহবুব জামানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন প্রাথমিক স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক(পিইডিপি—৪) দিলীপ কুমার বণিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ—পরিচালক মো: জালাল উদ্দিন,সুনামগঞ্জ পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট অনিতা রায় প্রমুখ। প্রধান অতিথি’র বক্তব্যে দিলীপ কুমার বণিক বলেন, “ভালোভাবে বাংলা ভাষা শিখতে আমাদেও প্রমিত বাংলার ওপর জোর দিতে হবে। এ ক্ষেত্রে বর্ণ ও শব্দের সঠিক উচ্চারণ শেখা ও নিয়মিত পাঠাভ্যাস জরুরি। প্রারম্ভিক শ্রেণির শিক্ষার্থীদেও স্বাধীনভাবে বাংলাপড়ার সক্ষমতা বৃদ্ধিতে ইউএসএআইডি বাংলাদেশ সরকারের বিভিন্ন অগ্রাধিকার বাস্তবায়নে সাহায্য করছে, যা সারাদেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ও কার্যকর ভূমিকা রাখবে। এই কর্মশালাটিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এবং প্রাথমিক শিক্ষার মাঠ পর্য়ায়ের কর্মকর্তাগণ, এসএমসি সভাপতি, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা রিসোর্স সেন্টার ইনস্টাকটর, সহকারী পিটিআই সুপারিনটেনডেন্ট, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ প্রায় ৭০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।