বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভারপুরে বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন ও সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সাইকেল শিক্ষা বৃত্তির চেক,গৃহীনদের ঘড়ের চাবি তুলে দেওয়া হয় ।
১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার সলোকাবাদ ইউনিয়নের বাঘভের বাজারে বঙ্গবন্ধুর মরাল উন্মোচন করে ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রধানমন্ত্রী কর্তৃক দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করে । পরে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা গণমিলনায়তনে বর্তমান প্রধানমন্ত্রী কর্তৃক বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক ২০২৩ – ২০২৪ অর্থবছরের অর্থায়নে ক্ষুদ্রনী গোষ্ঠীদের মধ্যে সহায়তা স্বরূপ বাই সাইকেল ,শিক্ষাবৃত্তি ,ও গৃহহীনদের মধ্যে ঘড়ের চাবি তুলে দেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাপতি ডাক্তার মোঃ সাদিক ।এ সময় তিনি বলেন আমি আপনাদের খাদেম হিসাবে কাজ করতে চাই ।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমানের সভাপতিত্বে ও বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ডা: মোঃ সাদিক । তিনি আরো বলেন দেশ নিয়ে বর্তমান সময়ে ছাত্র আন্দোলনের নামে গভীর ষড়যন্ত্র চলছে আপনারা আওয়ামী লীগের নেতৃত্বে সজাগ দৃষ্টি রাখুন । মনে রাখবেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা খুব কঠিন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান করুণা সিন্ধু বাবুল ,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম ,বিশ্বম্ভারপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার , উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমেদ মানিক প্রমুখ ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ ।