হাওরাঞ্চলের কথা :: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এডভোকেট হাজী আব্দুর রকিব বাবলু এর সমর্থনে ভাতালিয়া এলাকাবাসীর সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ এপ্রিল) বাদ এশা সিলেট সিটি কর্পোরেশনের ভাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্র্যাঙ্গনে ১১ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এই নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভাতালিয়া এলাকার প্রবীন মুরব্বি হাজি আবু ছৈদ মো. নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও রুফুল আমিন এরপরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ভাতালিয়া পঞ্চায়েত কমিটির সদস্য হাজি আব্দুল করিম, এডভোকেট আব্দুর রহমান, এডভোকেট আব্দুল মালেক, বিশিষ্ট মুরব্বি মুহিবুর রহমান মাহমদ, আব্দুল কাহির, কামাল উদ্দিন, কাপ্তান মিয়া, রফিকুল ইসলাম, সব্বির আহমদ, হাফিজ আনোয়ারুল ইসলাম, আনা মিয়া, মাইনু মিয়া, সালাউদ্দিন বক্স সালাই, সাজ্জাদ কবির, জালাল বক্স, হুসেন, লাল মিয়া, হেলাল আহমদ, শাহজাহান আহমদ, ভাতালিয়া পঞ্চায়েত সহযোগী কমিটির সদস্য ছানাউল হক জিতু, হাজি মাহমুদুল হক মাহমদ, হাজি আনছার মিয়া, ভাতালিয়া জামে মসজিদ কমিটির সভাপতি হাজি কয়েছ মিয়া, সহ সভাপতি মাহবুব এলাহি মবু, যুগ্ন সম্পাদক সুয়েব বক্স, প্রচার সম্পাদক সাব্বির আহমেদ, সদস্য তুফায়েল আহমদ, যুব সমাজের পক্ষে নুরুল আমিন, জাকারিয়া, সেলিম, খালেদ আহমদ, সুহেল আহমদ, লিমন আহমদ, কামরান আহমদ, মনু আহমদ, সাহেদ মিয়া, তারেক আহমদ, সুহেল, আব্দুল খালিক লাভলু, মোস্তাক আহমদ বাপ্পি, হেলিম খান মাসুদ, মাহফুজুর রহমান কিরন, শাহাদাত, আকবর, সুমন, আলামিন, লায়েক, রুকন উদ্দিন, এরশাদ, রাজু, কাজি রাকিব হাসান, শিপলু, সায়মন্ড, সাজু, হাদি, হাসান, জাকির, মিটু, সাব্বির আহমেদ সাদ্দাম, সায়েম আহমেদ, আমিন আহমদ, মোহাম্মদ সানজিদ, তোফাজ্জল দিপু, তামিম আহমদ, মোহাম্মদ হাফিজ, সাফওয়ান, রাব্বি, শাওন প্রমুখ। বিজ্ঞপ্তি