গত ৫ই আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনে আহত হন রাশেদ ।
পারিবারিক সূত্রে জানা যায়, সরকার পতনের দিন বিগত ৫ই আগস্ট ২০২৪ ইং আন্দোলন চলাকালে নগরীর ক্বীন ব্রিজ এলাকায় উরুতে গুলিবিদ্ধ হন রাশেদ পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে ৮ই আগস্ট অপারেশন করে গুলি অপসারন করা হয়।
গুলির আঘাতে হাড় দিখন্ডিত হয়ে গুড়ো হয়ে যাওয়ায় অপারেশনকালে পায়ে রিং বসিয়ে দেয়া হয় ।এর কারণে প্রায় আড়াই মাস যাবৎ সে হাসপাতালের ৩য় তলায় ১২নং ওয়ার্ডের ৪৪নং কেবিনে ভর্তি আছে ।
অসহ্য যন্ত্রনা ভোগান্তির পরেও কোন প্রকার উন্নতি হয়নি, ক্ষতস্থান দিয়ে অনবরত পানি ঝরছে। বলাবাহুল্য, এই দূর্ঘটনায় পরিবারের অবস্থা একেবারে নাজুক। এমতবস্থায় রাসেদের পিতা মোঃ সিদ্দিক মিয়া বলেন আমার বয়সজনিত কারণে বেকারত্বের সময়কালে চার সদস্যের সংসারে একমাত্র উপার্জনক্ষম ছেলের এমন করুণ অবস্থায় সংসার চালানো সম্ভব হচ্ছে না, এর সাথে ব্র্যাক,আশার ২টি কিস্তি আদায়ের চাপ, আমাকে একরকম দিশেহারা করে দিয়েছে। সম্পূর্ণ আরোগ্য হতে কতদিন সময় লাগবে বুঝা যাচ্ছে না । তাই আমার ছেলেকে সম্পূর্ণ সুস্থ্য করার জন্য দেশবাসীর কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি।