স্টাফ রিপোর্টার:
আন্তর্জাতিক সম্মাননা পেলেন জ্যোতিষ শাস্ত্রবিদ এস্ট্রলজার ড.চিন্ময় চৌধুরী।
ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ওরিয়েন্টাল হেরিটেইজ আয়োজিত ৪৫তমআন্তর্জাতিক প্রাচ্যবিদ্যা সম্মেলনে জ্যেতিষ ওপ্রাচ্য বিদ্যা গবেষণা ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য “জ্যোতিষ পদ্মশ্রী” সম্মাননা পেলেন এস্ট্রলজার ড.চিন্ময় চৌধুরী চৌধুরী। গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে রবীন্দ্র সদন দমদম কোলকাতায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষে প্রাচ্যবিদ্যা ও বৈদিক সংস্কৃতি এবং সংস্কৃত ভাষা শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ে স্বরচিত প্রবন্ধ তুলে ধরেন। অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রফেসর ড. মঞ্জুরুল আহসানওএডভোকেট ড.দিলিপ কুমার দাশ চৌধুরী সহ প্রতিনিধি দলের মোট ২৩ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।