হাওরাঞ্চলের কথা :: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাটি বাংলা পূজা উদযাপন পরিষদ সিলেটের উদ্যোগে বিনামূল্যে পানি ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ২১ ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সারাদিন ব্যাপী শ্রদ্ধা জানাতে আসা মানুষের মাঝে পানি ও শুকনো খাবার বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। তাদের এই মহতি উদ্দোগকে স্বাগত জানান সিলেটের বিভিন্ন পেশাজীবি মানুষ। এসময় উপস্থিত ছিলেন ভাটিবাংলা সার্বজনীন পূজা উদযাপন পরিষদ, পনিটুলা সিলেট এর স্হায়ী পরিষদের সভাপতি পিংকু চৌধুরী সংগ্রাম, সহ-সভাপতি অঞ্জন তালুকদার,সাধারণ সম্পাদক রবীন্দ্র দাশ,
গোপাল বর্মন, অখিল তালুকদার ,প্রশান্ত তালুকদার, দেবব্রত দাশ দেব,প্রানেশ দাশ,মৃনাল দাশ, রাজেশ মজুমদার,পিন্টু রন্জন তালুকদার, বিপুল চন্দ্র দাশ,রুবেল সরকার, সদস্য নিখিল তালুকদার, অন্তর তালুকদার, অনুকূল তালুকদার, রিশান চৌধুরী, রিক বর্মন সহ আরো অনেকে।