1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
ভারতে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগের চার শীর্ষ নেতা গ্রেপ্তার সর্ম্পকে উপদেষ্টা আসিফ মাহমুদ মন্তব্য করে বলেন ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে- বাশেঁর সাকো জীবন ঝু্ঁকি নিয়ে পারাপার শত শত শিক্ষার্থীসহ হাজারো মানুষের ১৫ বছরে রাজনৈতিক পরিচয়ে ৯০ হাজার পুলিশ নিয়োগ: ডিএমপি কমিশনার ভারতে ৪৪ স্কুলে বোমা হামলার হুমকি ভারতে আ’লীগের অ্যাড.নাসির সহ ৪ নেতা গ্রেফতার সুরমা বাইপাস থেকে চোরাই চিনিসহ আটক ২ সিলেটে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ সুনামগঞ্জের যৌথবাহিনীর অভিযানে ভারতীয় পণ্যসহ আটক ৩ ধর্মপাশায় ছাত্রলীগে ১৮ জনের নামে পুলিশ বাদি হয়ে মামলা, গ্রেপ্তার ১ জন ধর্মপাশায় গাবী গ্রামে মারামারী করে আহত ২ নিহত -১ জন ও গ্রেপ্তার ৪ জন

আচরণবিধি লঙ্ঘন: সম্ভাব্য প্রার্থীদের সতর্ক করে ইসির চিঠি

Reporter Name
  • আপডেট করা হয়েছে সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১১৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আচরণবিধি মেনে চলতে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের স্বাক্ষরিত চিঠি রোববার থেকে সম্ভাব্য প্রার্থীদের পাঠানো শুরু হয়েছে।

নির্বাচন কমিশনের পাঠানো চিঠিতে বলা হয়েছে, কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না। আচরণবিধি লঙ্ঘন করলে অনধিক ৬ মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকার অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এছাড়া কোনো রাজনৈতিক দল বা কোনো প্রার্থীর পক্ষে কোনো সংস্থা বা প্রতিষ্ঠান নির্বাচনের আগে আচরণবিধি লঙ্ঘন করলে অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, রোববার পর্যন্ত মেয়র পদে সাত জন, সাধারণ কাউন্সিলর পদে ৩১০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট সিটি করপোরেশন এলাকায় সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নিয়মিত নির্বাচনী প্রচার কাজ করছেন। বাসাবাড়িতে গিয়ে ভোট চাওয়া থেকে শুরু করে প্রচারপত্র বিলি, মতবিনিময় সভা করছেন নিয়মিত। মহড়াও দিচ্ছেন কেউ কেউ। অথচ প্রতীক বরাদ্দের আগে এমন কার্যক্রম নির্বাচনী আচরণবিধির সুষ্পষ্ট লঙ্ঘন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের স্টাফ কর্মকর্তা ও বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, ‘সম্ভাব্য সব মেয়র ও কাউন্সিলর প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়েছে। যেসব প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন