স্টাফ রিপোর্টার: আইনজীবী মহাসমাবেশ উপলক্ষ্যে সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি শীপের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার দৃপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিজ্ঞ পিপি অ্যাড. নওসাদ আহমদ চৌধুরী এর সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আয়োজনে আগামী ২১শে অক্টোবর ২০২৩ শনিবার সকাল ১০ ঘটিকায় ঐতিহাসিক সোহরায়ার্দী উদ্যানে আইনজীবী মহাসমাবেশ অনুষ্টিত হইবে। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি। আজকের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন এডিশনাল পিপি ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. সৈয়দ শামীম আহমদ, এডিশনাল পিপি অ্যাড. নাসির উদ্দিন, এডিশনাল পিপি অ্যাড. মাসুক আহমদ, এডিশনাল পিপি অ্যাড. ফরহাদ হোসেন খান, এপিপি অ্যাড. খোকন কুমার দত্ত, এপিপি অ্যাড. বিপ্লব কান্তি দে মাধব, এপিপি অ্যাড. শাবানা ইসলাম, এপিপি অ্যাড. জুবায়ের বক্ত, এপিপি অ্যাড. জামাল উদ্দিন, এপিপি অ্যাড. মোহাইমিন চৌধুরী, অ্যাড. গোলাম রব্বানী তালুকদার, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাড. কানন আলম সহ প্রমূখ। প্রস্তুতি সভায় সকল বিজ্ঞ আইনজীবীদের মহাসমাবেশে যোগদান করে মহাসমাবেশকে সফল ও সার্থক করার আহব্বান জানানো হয়েছে।