স্টাফ রিপোর্টারঃ অবশেষে ইজারাকৃত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তনদী যাদুকাটা বালু মহাল-১ এর দখল সমজিয়ে দিলচেন জেলা প্রশাসন ও সীমান্তরক্ষীর কমান্ডিং কর্মকর্তার যৌথ সম্মতিতে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক ও ২৮ বিজিবির কমান্ডিং অফিসারের নেতৃত্বে সরকারী সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে দখল সমজিয়ে দেয়া হয়। উল্লেখ্য দীর্ঘদিন প্রশাসনিক ঝটিলতা কাটিয়ে মহামান্য হাইকোর্টের নির্দেশে পূনরায় ইজরারদারকে সীমানা নির্ধারণ করে দিয়েছেন জেলা প্রশাসন। সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম সরেজমিন এসে সার্ভিয়ারের মাধ্যমে ইজারাদারকে নদীর তীরে লাল নিশানা টাঙ্গিয়ে সীমানা নির্ধারন করে দেন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. মাহবুবুর রহমান, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির, সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, ব্যবসায়ী জিয়াউল হক, ইজারাদার সেলিম আহমদ, মো. আজাদ মিয়া, কাজী ফরহাদ হোসেন প্রমুখ।