1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
কোম্পানীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ ভারতে বসে সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ: দিল্লী এখন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর কারাগারে দিরাইয়ের সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েলকে সাময়িক বরখাস্ত করেছে মন্ত্রনালয় ধর্মপাশায় হাওরের ফসল রক্ষা বাঁধ ৮৬ টার মধ্যে ৮৫ টার কাজ শুরু বিশ্বম্ভরপুরে উপজেলা নির্বাহী অফিসারের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা খেলাধুলার সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকা উচিত না: মির্জা ফখরুল জুড়ীতে এডিপি’র কাজে অনিয়মের অভিযোগ: ঢালাই কাজে বিভিন্ন স্থানে ফাটল বড়লেখায় ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নোমান – ছুরিকাঘাতে নিহত সুনামগঞ্জ জেলা আইনজীবীর নতুন সভাপতি হক সম্পাদক উজ্জল

অন্তর্বর্তী সরকারের সদস্যদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে।

হাওরাঞ্চল ডেস্ক
  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৫৫ বার পড়া হয়েছে

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রধান উপদেষ্টা ড. মুহামদ ইউনুস পেয়েছেন ছয়টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব।

এগুলো হলো– ১. মন্ত্রিপরিষদ বিভাগ; ২. প্রতিরক্ষা মন্ত্রণালয়; ৩. সশস্ত্র বাহিনী বিভাগ; ৪. খাদ্য মন্ত্রণালয়; ৫. জনপ্রশাসন মন্ত্রণালয়; ৬. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ পেয়েছেন– অর্থ মন্ত্রণালয়; বাণিজ্য মন্ত্রণালয়; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

উপদেষ্টা হাসান আরিফ পেয়েছেন— স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; ভূমি মন্ত্রণালয়।

উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড.এম সাখাওয়াত হোসেন পেয়েছেন– বস্ত্র ও পাট মন্ত্রণালয়; নৌ—পরিবহন মন্ত্রণালয়।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ পেয়েছেন— সমাজকল্যাণ মন্ত্রণালয়; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো.মাহবুব হোসেন এই প্রজ্ঞাপন জারি করেন।

উল্লেখ্য, ছাত্র—জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।

এরপর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং ১৬ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন তিনি। এরপর অন্তর্বর্তী সরকারে যুক্ত হন আরও চার উপদেষ্টা।

গত ৮ আগস্ট শপথ নেওয়ার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে ছিল ২৭টি মন্ত্রণালয়। পরে চার নতুন উপদেষ্টা যুক্ত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সদস্যদের মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়। এরপর আবারও দায়িত্ব নতুন করে বণ্টন করা হলো।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন