হাওরাঞ্চল ডেস্ক:
রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ পড়ানোর মধ্য দিয়ে নতুন সরকারের দায়িত্বভার গ্রহন করা হলো । গেল ৫ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে স্বল্প সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ নিলেন ড.ইউনুস। উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন নবীন প্রবীনদের ১৩জন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনের দরবার হলে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামরিক–বেসামরিক কর্মকর্তা ও কূটনীতিকেরা দরবার হলে উপস্থিত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন ১৩ উপদেষ্টা। ঢাকার বাইরে থাকায় তিনজন শপথ নিতে পারেননি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে ১৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন: ১. সালেহউদ্দিন আহমেদ, ২. এ এফ হাসান আরিফ, ৩. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ৪. তৌহিদ হোসেন, ৫. আসিফ নজরুল,৬. শারমিন মুরশিদ, ৭. আদিলুর রহমান খান,৮. সৈয়দা রিজওয়ানা হাসান ৯. সুপ্রদীপ চাকমা, ১০. ফরিদা আখতার, ১১. ফারুক–ই–আজম,১২. বিধান রঞ্জন রায়, ১৩. আ. ফ. ম খালিদ হাসান১৪. নূর জাহান বেগম, ১৫. মো. নাহিদ ইসলাম,১৬. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিয়োগ পাওয়া ১৬ উপদেষ্টার মধ্যে ১৩ জন আজ শপথ নিয়েছেন। ঢাকার বাইরে থাকায় তিনজন শপথ নিতে পারেননি। তবে তাঁদের নিয়োগ সম্পন্ন হয়েছে। তাঁরা হলেন: ফারুক–ই–আজম, সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। শিগগিরই তাঁরা শপথ নেবেন বলে জানা গেছে।